
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী মির্জা আজমের খালাতো ভাই ঠিকাদার খোরশেদ আলমকে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খোরশেদ আলম মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য এবং পেশায় একজন ঠিকাদার। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে গোয়েন্দা পুলিশের একটি দল খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জামালপুর সদর থানার হাজতে রয়েছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho