প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ২:২৬ পি.এম
আইসিটি ডিভিশনের উদ্যোগে কুবিতে ইনোভেশন হাব স্থাপনের ঘোষণা

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রকৌশল অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন হাব প্রোগ্রাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিড প্রকল্পের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডিয়া জেনারেশন, উদ্দোক্তা তৈরি ও বিজনেস স্টার্টআপ গঠনে একটি ইনোভেশন হাব তৈরির ঘোষণা দেন ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, সিএসই বিভাগের প্রভাষক মো. জাহিদুর রহমান এবং বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, 'আইসিটি ডিভিশনের উদ্দ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বড় একটি ইনোভেশন হাব স্থাপন করা হবে। এই হাবটি হবে চিন্তার জায়গা, যেখানে শিক্ষার্থীরা আইডিয়া তৈরী করবে এবং শিক্ষার্থীদের জন্য ইউ. এস. পি. প্রোগ্রাম থাকবে। সবার এক একটি আইডিয়াকে আমরা বাজারে ব্যবসা হিসেবে পরিচালনা করতে পারবো। এছাড়াও আমরা টিচারদের জন্য একটি বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করবো যাতে প্রজেক্ট শেষ হয়ে গেলেও শিক্ষকরা পরবর্তীতে তোমাদের গাইড করতে পারে।'
তিনি আরো বলেন, 'তোমরা সি এস সি সোসাইটি এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে বড় একটা প্রোগ্রাম করবে। ফলে ইনোভেশন সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবে।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho