প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:০৬ পি.এম
যশোরে নাশকতা মামলায় ৬ জন আটক

যশোর প্রতিনিধি
যশোর কোতোয়ালি থানায় দায়েরকরা নাশকাতার আভিযোগে আলাদা দুটি মামলায় ৬ জনকে আটক করে করাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দে জানিয়েছেন,গত ২৯ অক্টোবর রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য তৈরিকৃত ব্যানারসহ দুজনকে আটক করা হয়েছিল। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছিল। এই মামলার সন্দেহ ভাজন তিনজনকে আটক করা হয়েছে।
এরা হলেন, খোলাডাঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে রাকিব হোসেন, চৌগাছার পশ্চিম কারিগর পাড়ার শাহাবুদ্দিন চুনুর ছেলে আবু রায়হান দিপু এবং পনুয়া বাজার পাড়ার মৃত আশরাফ মন্ডলের ছেলে নূর হোসেন। আটক তিনজনকেই এই মামলায় আটক দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার এস আই আশরাফ উদ্দিন জানিয়েছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা স্কুল ভোটকেন্দ্র দখল, হামলা ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় দায়ের করা মামলার সন্দেহ ভাজন তিন আসামিকে আটক করা হয়েছে। এরা হলেন, ঘোপ নওয়াপাড়া রোডের মৃত এসএম আজাদের ছেলে এস এম ইউসুফ শহিদ, রেলগেট পশ্চিম পাড়ার শাখাওয়াত হোসেনের ছেলে জিনারুল ইসলাম এবং মৃত নূর আলী গাজীর ছেলে গোলাম রব্বানী। আটক তিনজনকেই শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho