
গণমাধ্যমের ওপর হামলা ও দেশজুড়ে নৈরাজ্য প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোনায়েদ সাকি বলেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যমের ওপর আক্রমণ ও সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। এর মাধ্যমে নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে পৃথক এক বিবৃতিতে গণসংহতি আন্দোলন জানায়, বৃহস্পতিবার রাতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে দলটির নেতারা।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখার দায়িত্ব ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। তবে এ ক্ষেত্রে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন রুবেল।
তিনি বলেন, গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
আবুল হাসান রুবেল আরও বলেন, ওসমান হাদি যখন ইতিবাচক ধারায় গণতান্ত্রিক রাজনীতির পথে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার ওপর হামলা হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho