
যশোর অফিস
যশোরের মনিরামপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুখোশধারী ৭/৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে মনিরামপুরের জলকর রোহিতা গ্রামের বাসিন্দা নির্মল কুমার দাসের (৬০) বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে এসে বাড়ির ক্রপসিকাল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা দা, হাসুয়া ও লোহার রড দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে নির্মল কুমার দাসের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তারা। পরে ডাকাত দল ঘর থেকে আনুমানিক ৬–৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রাজি উল্লাহ খান, বিষয়টি নিশ্চিত করে জানান,ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং কোনো আলামত উদ্ধার হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho