
যশোর অফিস
যশোর জিলা স্কুল শিক্ষক মিলনায়তনে ‘কিশোর সাংবাদিকতা ও এআই’ বিষয়ক দুই দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধুমঘাট ইন্টারপ্রিনিউর ট্রেনিং একাডেমি–ডেটার উদ্যোগে আয়োজিত এই কর্মশালার দ্বিতীয় ব্যাচের সমাপ্তি হয় শনিবার সনদপত্র বিতরণের মাধ্যমে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম শফিকুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, লেখাজোকা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন শিক্ষার্থীদের শেখা বিষয়গুলো নিয়মিত অনুশীলনের আহ্বান জানান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডেটার প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মনিরুল ইসলাম।
দুই দিনের কর্মশালায় সংবাদ লেখা, ফিচার, অভিজ্ঞতা থেকে লেখা, এআই টুলস ব্যবহার ও জনসংযোগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম থেকে দ্বাদশ শ্রেণির ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে যশোর জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৫০০ শিক্ষার্থীকে এ ধরনের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho