প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১:২৬ পি.এম
সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডল ও পিএসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

সিরাজগঞ্জ প্রতিনিধি
অনিয়ম, দুর্নীতি ও সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন
সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল (৪৫) ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, আব্দুল মমিন মণ্ডল ও তাঁর পিএস তাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁদের নিজেদের নাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই কমিশন প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
প্রাপ্ত অভিযোগ ও তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, আব্দুল মমিন মণ্ডল ২০১৮ সালে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি সংসদ সদস্য পদ হারান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho