
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভেতর থেকে মাহবুব আলম জনি (৩৫) নামে এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সমাজসেবা অফিসারের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহবুব বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব ওই অফিসেই থাকতেন। গতকাল শুক্রবার থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন তাকে ফোনে না পেয়ে পরিচ্ছন্নতা কর্মীকে খোঁজ নিতে বলেন। আজ সকালে পরিচ্ছন্নতা কর্মী জানালার ফাঁক দিয়ে ফ্যানের সাথে মাহবুবের মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ক্ষেতলাল উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন বলেন, গতকাল থেকে মাহবুবকে কল করে পাইনি। আজ পতাকা টাঙানোর জন্য তাকে কল করেছিলাম। পরে পরিচ্ছন্নতা কর্মীকে কল করে মাহবুবকে দেখতে বলি। এরপর মাহবুবের ঝুলন্ত লাশ পাওয়া গেছে বলে আমাকে জানানো হয়। তারপর আমি দুপুরের দিকে অফিসে আসি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, নিহতের পরিবার ও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho