প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৭:১৬ পি.এম
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান মালামাল জব্দ

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে একুশ কোটি টাকার মাদক ও একটি মোটার সাইকেলসহ চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।
২১ (ডিসেম্বর ২০২৫) তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদর ও বাঁকাল চেঁকপোষ্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪.২৫০ কেজি আইস মেথ, ৪০ বোতল Wincerex সিরাপ ১০ বোতল মদসহ প্রায় সাড়ে একুশ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে।
অপরদিকে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেঁকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্টের দায়িত্বধীন শ্রীরামপুর নামক স্থান হতে ৮০,০০০/-টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ২ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ৫৫,৪০০/-টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৮ ও ১০ আরবি হতে আনুমানিক ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী, আমবাগান নামক স্থান হতে ৮৮,০০০/-টাকা মূল্যের ভারতীয় আগরবাতি ও ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৪/৪ এস হতে আনুমানিক ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৩ এস হতে আনুমানিক ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৬/১ এস হতে আনুমানিক ১শত ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বরইবাগান নামক স্থান হতে ৮৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মদ আটক করে।
এছাড়াও, ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০৫ কিঃমিঃ পশ্চিমে রইচপুর (সাতক্ষীরা সদর) নামক স্থান হতে ২১,২৬,১৬,০০০/-টাকা মূল্যের ভারতীয় মেথ আইস, Wincerex সিরাপ ও মোটর সাইকেল আটক করে।
সর্বমোট ২১,৩৫,৭৩,০০০/- (একুশ কোটি পয়ত্রিশ লক্ষ তিয়াত্তর) টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho