প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১০:১২ পি.এম
যশোরে ছুরিকাঘাতে দুই যুবক জখম

যশোর অফিস
যশোর শহরতলীর ধর্মতলা কদমতলা এলাকায় ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর জখম হয়েছেন। টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে রোববার (দুপুর) এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ধর্মতলা এলাকার শাহ আলমের ছেলে সাজু (২৩) ও আব্দুল মালেকের ছেলে সুমন (৩০)।
আহত সাজু জানান,রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কদমতলা এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে ওই এলাকার হাসান এসে তাকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে এগিয়ে এলে সুমনকেও ছুরিকাঘাত করা হয়।
সাজু আরও জানান, তিনি পেশায় একজন ট্রাকচালক। কয়েকদিন আগে হাসান তার ট্রাকে কাজ করতে যায়। ওই সময় ট্রাক থেকে এক হাজার টাকা চুরি করে নেয় হাসান। এ বিষয়ে প্রতিবাদ করলে হাসান ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।
স্থানীয়রা আহত সাজু ও সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মিঠুন দেবনাথ তাদের ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho