প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৮:১৫ এ.এম
পাঁচ মাসে রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায়ে ধাক্কা খেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে ২৪ হাজার কোটি টাকার বেশি। তবে বছর ব্যবধানে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫.১৫ শতাংশ। এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৩ হাজার ২৩ কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৭৬ কোটি টাকা; অর্থাৎ ঘাটতি ২৪ হাজার ৪৭ কোটি টাকা।
সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। পাঁচ মাসে ঘাটতি হয় ১২ হাজার ১১৪ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৫৯ হাজার ৯৯৫ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৪৭ হাজার ৮৮১ কোটি টাকা।
আমদানি খাতে পাঁচ মাসে ৫০ হাজার ৯৭৯ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৪২ হাজার ৮৬৪ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে ৮ হাজার ১১৫ কোটি টাকা।
গত জুলাই-নভেম্বরে ভ্যাট বা মূসক আদায়েও লক্ষ্য পূরণ হয়নি। এই খাতের লক্ষ্য ছিল ৬২ হাজার ৪৮ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৫৮ হাজার ২৩১ কোটি টাকা। এ সময়ে এই খাতে ঘাটতি ৩ হাজার ৮১৭ কোটি টাকা।
তবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫.১৫ শতাংশ। আগের বছর একই সময়ে (জুলাই-নভেম্বর) আদায় হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৩৭৯ কোটি টাকা।
এছাড়া শুধু নভেম্বর মাস হিসাবেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এই মাসে ৩৬ হাজার ৩২৬ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৯ হাজার ৬৫৯ টাকা। ঘাটতি ৬ হাজার ৬৬৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৪.২০ শতাংশ। --সময় সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho