
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন হেলেনের তাণ্ডবের পর হারিয়ে যাওয়া বিড়ালকে ৪৪৩ দিন পর পেয়েছেন এটির মালিক। গত বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডায় আঘাত হানে হ্যারিকেনটি। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর বিড়ালটিকে রাস্তায় খুঁজে পান এক ব্যক্তি। এরপর তিনি বিড়ালটিকে নর্থ ক্যারোলিনার অ্যাভারি হিউম্যান সোসাইটি নামে একটি শেল্টার কেন্দ্রের কাছে হস্তান্তর করেন। এরপর শেল্টারের কর্মীরা বিড়ালটির শরীরে একটি মাইক্রো চিপ পান। সেটি স্ক্যান করে জানতে পারেন, হ্যারিকেনের সময় বিড়ালটি হারিয়ে গেছে। এরপর মালিককে খুঁজে বের করে তার কাছে বিড়ালটিকে বুঝিয়ে দেন তারা।
শেল্টারটি গত রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছে, “যখন আমরা বিড়ালটিকে স্ক্যান করি, আমরা একটি মাইক্রো চিপ খুঁজে পেয়েছি। কিছুটা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি হ্যারিকেন হেলেনের সময়— ৪৪৩ দিন আগে বিড়ালটি হারিয়ে যায়। আজ, এই সময় পর, সে সেখানে ফিরে গেছে যেখানে তার স্থান— তার পরিবারের সঙ্গে মিলিত হয়েছে সে।
হ্যারিকেন হেলেন যুক্তরাষ্ট্রে গত ২০ বছরে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী সামুদ্রিক ঝড়গুলোর মধ্যে একটি ছিল। ছয়টি রাজ্যে তাণ্ডব চালিয়ে ঝড়টি কেড়ে নেয় ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। যারমধ্যে বেশিরভাগ মানুষ নিহত হন নর্থ ক্যারোলিনায়। সূত্র: নিউইয়র্ক পোস্ট
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho