
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামে এক যুবক দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে তালাক দিয়েছেন। রিয়াদ শরীফ (৩০) নামের ওই যুবক তার স্ত্রী মৌ খাতুনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বিরল ঘটনা সৃষ্টি করেছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে রিয়াদ শরীফ মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুনকে পারিবারিক ভাবে বিয়ে করেন। তাদের এক কন্যা সন্তান রয়েছে। কিছু বছর সংসার ভালো চললেও পরবর্তীতে দাম্পত্য জীবনে বিবাদ শুরু হয়। স্বামীর অভিযোগ, মৌ খাতুনের চলাফেরা ‘বেপরোয়া’ এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার ছিল। প্রায় এক সপ্তাহ আগে স্ত্রী বাবার বাড়ি চলে যান এবং পরে অন্য কোথাও চলে যাওয়ার খবর পাওয়া যায়।
গত ২০ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে কাজীর মাধ্যমে রিয়াদ শরীফ ও মৌ খাতুনের মধ্যে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। রিয়াদ শরীফ বলেন, ‘স্ত্রীর এমন আচরণ মেনে নেওয়া সম্ভব হয়নি, তাই তালাক দিয়েছি এবং বিশেষ রীতিতে দুধ দিয়ে গোসল করেছি।’
সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং জানালেন, উভয় পরিবারের সম্মতিতে আপস তালাকের মাধ্যমে বিচ্ছেদ হয়েছে। ঘটনাটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho