প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৭:২৩ পি.এম
জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের ‘মিডিয়া নাইট’

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের বহুল প্রতীক্ষিত ‘মিডিয়া নাইট’ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। নগরীর কাজীর দেউরীস্থ সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকায় কর্মরত মিডিয়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি জনাব হাসিব আজিজ (বিপিএম)।
তিনি তাঁর বক্তব্যে মিডিয়া কর্মীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। তিনি বলেন, চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি মিডিয়া অঙ্গনের মানুষের মাঝে সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার একটি মিলনমেলা।
আরো ছিলেন ওয়াহেদ মালেক (পরিচালনা সম্পাদক, দৈনিক আজাদী)।
মিডিয়া নাইটের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের অফিসিয়াল ট্রফি উন্মোচন ও অংশগ্রহণকারী দলসমূহের জার্সি উন্মোচন। প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ট্রফি ও জার্সি উন্মোচন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব আবদুল মালেক — সাবেক কাউন্সিলর, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড ও সাবেক চেয়ারম্যান, ব্রাদার্স ইউনিয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব পিরান খান (স্বত্বাধিকারী, ডাফ্ট), মানজুমা মুজুমদার (স্বত্বাধিকারী, Mentors Chittagong), মাশফিকুর রহমান (স্বত্বাধিকারী, পিজাবো ও ক্রিস্পি)।
রায়হান কাদির চৌধুরী,(সত্বাধিকারী,ও আর গ্রুপ অব ইন্ড্রাস্টিজ) ও সাইফুল ইসলাম শিল্পী(ব্যুরো চিফ, একাত্তর টেলিভিশন)
এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকায় কর্মরত শোবিজ অঙ্গনের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত শিল্পী আরাফাত, নাটাই ব্যান্ডের আল তুষি এবং জনপ্রিয় ডিজে নিশ। সংগীতানুষ্ঠান ও আলোকসজ্জায় অতিথিরা উপভোগ করেন এক আনন্দঘন সন্ধ্যা।
অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের উপদেষ্টা জাহিদুল করিম কচি এবং চেয়ারম্যান তানভীর হায়দার। তাঁরা সফল আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এই আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho