প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৪:৫৬ পি.এম
রাঙ্গুনিয়ায় ইট ভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু, ধামাচাপা দেয়ার চেষ্টা

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটি পাচারকারী মাফিয়াদের লোভের খেসারত দিতে হলো ৭ বছরের ছোট্ট শিশু রুমানের জীবন দিয়ে। তারপরও থেমে নেই মাটি পাচার মাফিয়াদের ভেকু মেশিন দিয়ে অবৈধ মাটি কাটার ধ্বংসলীলা। এ ধ্বংসলীলা চললেও তার বিরুদ্ধে মৃত্যুভয়ে কারোরই মুখ খোলার সাহস নেই।
সোমবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকা থেকে আসে ইট ভাটার খনন গর্তে পড়ে সাত বছরের রুমানা নামে এক শিশুর মর্মান্তিক খবর। নিহত রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
জানা যায়, সোমবার সকালে রুমান নিখোঁজ হয়। দুপুর থেকে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।
পরে রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের টেকপাড়া পুলিশ ক্যাম্প সংলগ্ন মাটি খননের একটি গর্ত থেকে প্রায় ১৬ ঘণ্টা পর রুমানের লাশ উদ্ধার করা হয়।
পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এদিকে শিশু রুমানের এ মর্মান্তিক মৃত্যু নিয়ে মাটি পাচারকারী মাফিয়াদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকার মানুষ। অবিলম্বে মাটি খেকো মাফিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা।
ক্ষুব্ধ একালাবাসীর অভিযোগ, ইসলামপুরে জনবসতি ও বাড়ীর আশপাশ এলাকা থেকে ভেক্যু মেশিন দিয়ে গভীর গর্ত খুঁড়ে যত্রতত্র ভাবে তোলা হচ্ছে মাটি, চলছে পাচার আর পকেট ভরছে মাফিয়া ও রাজনৈতিক দলের নেতাদের। বেআইনি এই কাজের জেরে মৃত্যু হচ্ছে নিরীহ পরিবারের সন্তানদের। কোন দূর্ঘটনা ঘটলেই ঘটনা চেপে দেওয়ার চেষ্টা চলে প্রভাবশালী মহলের। তাই প্রশাসন এই অবৈধ মাটি পাচারকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না। কিছুদিন পর ঘটনার সব চুপসে যায়। ফলে প্রতিনিয়ত মাটি মাফিয়াদের লোভের খেসারত দিতে সাধারণ মানুষকে। তবে এবার এলাকার মানুষ সোচ্চার হয়েছে। তারা মাটি মাফিয়াদের বিচার চায়।
এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১২ টার দিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অপমৃত্য মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho