প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৮:৫৪ পি.এম
মতলব উত্তরে অবৈধ মেলা বন্ধে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালির বাজারে অবৈধ মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।সোমবার(২২ ডিসেম্বর) মেলা বন্ধে পুলিশ ও আনসার সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেলা বন্ধ ও মেলার আয়োজক কমিটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। মেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেলা সম্পূর্ণভাবে বন্ধ করে পুনরায় চালু করার চেষ্টা করবেনা এই মর্মে মুচলেকা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
এছাড়া উপজেলার নন্দলালপুর বাজারে অনুমোদনহীন কীটনাশক বিক্রয় করায় দুই দোকানীকে তেরো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন,অনুমোদন ছাড়া মেলার আয়োজন করায় মেলাটি অবৈধ।অবৈধভাবে লোক সমাগম করার অধিকার কারও নেই। আমরা মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। মেলার আয়োজক কমিটিকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, এ অবৈধ মেলা বসানোর অনুমতি দেওয়া হয়নি। অনুমোদন ছাড়াই মেলাটি বসানো হয়েছে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার পর কোনো প্রকার জমায়েত করার সুযোগ নেই। তাই অবৈধ মেলা উচ্ছেদ করা হয়েছে। কেউ আর মেলা বসানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho