প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৮:৫৯ পি.এম
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল ও পথসভা করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পৌর বিএনপির আয়োজনে পৌর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে হয় পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন ও পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ফারুক।
আনন্দ মিছিল ও পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান দেশে আসায় তিনি দেশবাসীর জন্য আশার বার্তা বয়ে আনবেন। এসময় তারা তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন।
বক্তারা আরো বলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর নেতৃত্বে শতশত নেতা-কর্মীরা ২৪ ডিসেম্বর ঢাকার পথে রওনা হবেন। আর নেতা-কর্মীদের যাতায়াতেরও সকল ব্যবস্থা করেছেন পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho