প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৯:৩৩ পি.এম
ঝিকরগাছায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

যশোর অফিস
যশোরের ঝিকরগাছা থানা এলাকার অস্ত্র, ডাকাতি ও মাদক মামলার আসামি সোহাগ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে।
পুলিশ জানায়,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) যশোর আবুল বাশারের নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঝিকরগাছার কাউরিয়া গ্রামের একটি হাঁসের খামারে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। অভিযানে খামার থেকে চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকি, ডিজিটাল ওজন মাপার যন্ত্র, লোহা কাটার করাত, জ্যাকেটসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় খামারের মালিক সোহাগ পালিয়ে যান।
এরপর জেলা গোয়েন্দা শাখার নিরলস প্রচেষ্টা, পুলিশি তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই অলক কুমারদে, এএসআই বদরুল হুদার নেতৃত্বে একটি দল মঙ্গলবার (২৩ ডিসেম্বর বিকেলে যশোর শহরের প্যারিস রোডের হ্যান্ডেল লাইট ক্যাফে রেস্টুরেন্টের সামনে থেকে সোহাগ খানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সোহাগ খান (৩৫) ঝিকরগাছা থানার ফুরন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি আ.আজিজের ছেলে। পুলিশ জানায়,এলাকায় দীর্ঘদিন ধরে তিনি সন্ত্রাস, ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho