
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সংবর্ধনাকে কেন্দ্র করে সংবর্ধনাস্থলের আশপাশে বেড়েছে পতাকা বিক্রির ধুম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা কিনতে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও উৎসুক মানুষ। বাড়তি চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছেন পতাকা বিক্রেতারা।
পতাকা বিক্রেতারা জানান, জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা সাইজভেদে ৪০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাথায় বাধার জন্য ব্যবহৃত দলীয় ও জাতীয় পতাকা বিক্রি হচ্ছে ১০ টাকা দরে।
তারা আরও জানান, বেচাকেনা ভালো হচ্ছে। যে পরিমাণ পতাকা আনা হয়েছে, তা আজকের মধ্যেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে। কালকে বেচাবিক্রি আরও বেশি হবে। বিএনপির পাশাপাশি দলীয় পতাকার চাহিদা অনেক বেশি।
সংবর্ধনাস্থানে বাবার সঙ্গে ঘুরতে আসা আঁখি বলেন, জাতীয় পতাকা কিনেছি। আমি কোনোদিন তারেক রহমানকে দেখিনি। বাবার কাছে তার কথা শুনেছি। তাকে একনজর দেখার জন্য বাবার সঙ্গে এসেছি। আজকে ঘুরে গেলাম, কালকে আবার আসব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho