
১৩ বর্ষে পদার্পণ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ২৫ ডিসেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জানান, নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে রাজপথে থেকেছে ছাত্র-যুব-জনতার কল্যাণকে কেন্দ্র করে। ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর থেকে ক্রমশ সারাদেশে সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে চলছে নতুনধারা। পরপর ৩ বার নিবন্ধনের সকল শর্ত পূরণ করে আবেদন করেও নিবন্ধন না পাওয়ায় মোটেই চিন্তিত নন নতুনধারার নেতৃবৃন্দ। রাজপথ তারা ছাড়বে না বলেও জানান নতুনধারার চেয়ারম্যান। এসময় তিনি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এরমধ্যে রয়েছে ৩০ ডিসেম্বর সকালে নিবন্ধন না দেয়ার কারণ জানানোর জন্য নির্বাচন কমিশনকে উকিল নোটিশ প্রেরণ, রাত ৮ টায় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাদ্য প্রদান ও কেক কাটা, ৩১ ডিসেম্বর বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থেকে মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন ও ১ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে নতুন বছরের নতুনধারার দলীয় ক্যালেন্ডার বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মন্ডল, হুমায়ুন কবির জীবন, সদস্য শেখ সালমান, কোরবান আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho