প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৬:০৭ পি.এম
মতলব উত্তরে ড. জালাল উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিনের পক্ষে আজ শনিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুমের নিকট হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলীয় নেতৃবৃন্দ।
এসময় চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন , ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেন, ছেংগাচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা প্রমুখ।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে আলমগীর সরকার বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে ড. জালাল উদ্দিন নির্বাচন করবেন। আজ তার পক্ষে আমরা মনোনয়নপত্র উত্তোলন করলাম। আপনারা সবাই দোয়া করবেন। যাতে ড. জালাল উদ্দিন ধানের শীষ প্রতীক বিজয়ী হয়ে মতলবের আপামর জনগণের আশা আকাঙ্খা পূরণ করতে পারেন।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যেই দেশে এসে পৌছেছেন। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনে তিনি দেশের হাল ধরে ধ্বংত্মক দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলবেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho