
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটকদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক পাঁচজনের মধ্যে চারজন নড়াইল জেলার এবং একজন বাগেরহাট জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আটকরা হলেন- নড়াইলের কালিয়া থানার জামিলডারা গ্রামের মৃত শহীদ লস্করের ছেলে কামরুল লস্কর (৪৬), তার স্ত্রী মোছা. লিপি লস্কর (৪০), ছেলে মো. সামাদ লস্কর (২২), মেয়ে মোছা. ফিরোজা (১৬) এবং বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কাটা দূরে গ্রামের মো. হায়দার সরদার (২৩)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, বিজিবি আটকদের থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho