
যশোর অফিস
যশোর চৌগাছা সড়কে সদরের আমবটতলা বাজার এলাকায় ভিক্ষাবৃত্তির সময় স্ট্রোক করে এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে।
মৃত ব্যক্তির নাম মো. ফজর আলী মোল্লা (৬৫)। তিনি বাগেরহাট জেলার চিতলমারি থানার চিংগড়ী গ্রামের মৃত ফমুদ্দিন মোল্লার ছেলে। পুলিশ জানায়, ফজর আলী যশোরের ৭ নম্বর চুড়ামনকাটি ইউনিয়নের বাবু মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে থেকে দীর্ঘদিন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,আমবটতলা এলাকায় ভিক্ষা করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন প্রথমে তাকে চিনতে না পেরে সাজিয়ালী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে এবং পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করে।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho