
যশোর অফিস
যশোর শহর ও শহরতলিতে ফুটপথ ও ড্রেন দখলের বিরুদ্ধে পৌরসভা কঠোর অবস্থানে থাকলেও ঘোপ সেন্ট্রাল রোডে ড্রেনের ওপর অবৈধ স্লাপ ও সিঁড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। আর জে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতাল গাড়ি ওঠানামার জন্য ড্রেনের স্লাপ তুলে ৬ ইঞ্চি ঢালাই দিয়েছে এবং পাশের একটি ওষুধের দোকানও ড্রেনের ওপর সিঁড়ি করেছে। এতে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
পৌরসভার এক সহকারী প্রকৌশলী জানান, তিনি নির্মাণে নিষেধ করেছিলেন, তবে তা মানা হয়নি। ক্লিনিক কর্তৃপক্ষ বলছে,দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে শুনে স্লাপ নির্মাণ করা হয়েছে এবং নিষেধ করলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। শহর পরিকল্পনাবিদ জানান, বিষয়টি যাচাই করে অবৈধ সিঁড়ি অপসারণে চিঠি দেওয়া হবে। পৌর প্রশাসক রফিকুল হাসান স্পষ্ট করে বলেন, অনুমতি ছাড়া ড্রেনের ওপর নির্মিত সব স্লাপ ও সিঁড়ি ভেঙে ফেলা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho