
যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের নেতৃত্বে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা মোছাঃ রেহেনা বেগম (৫০) কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
অপরদিকে, একইদিন দুপুর দেড়টার দিকে যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে অপর একটি অভিযানে মোঃ শাহীন (২২) নামের এক যুবককে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উপ-পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহীনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho