প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:৩৪ পি.এম
সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে আটক করেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশায় অবস্থানকালে কয়েকজন যুবক হঠাৎ করে রিয়াদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিতে বসে থাকা অবস্থায় রিয়াদকে চারদিক থেকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতা ও এলাকা ভিত্তিক বিরোধের বিষয়টি উঠে এসেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে জানায় পুলিশ।
মরদেহ ময়নাতদন্ত ও আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho