প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৯:৩২ পি.এম
সিরাজগঞ্জ তাড়াশে কৃষি জমিতে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমিতে পুকুর খননের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাড়াশ প্রেস ক্লাবের সামনে উপজেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে নাগরিক আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক মেহেরুল ইসলাম বাদল, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের প্রভাষক সনাতন দাশ, সাংবাদিক ও উন্নয়নকর্মী গোলাম মোস্তফা এবং মাওলানা সোয়ায়েব হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন–২০২৩ কার্যকর থাকা সত্ত্বেও কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের ঘটনা অব্যাহত রয়েছে। এতে কৃষি জমি সুরক্ষা ব্যাহত হচ্ছে এবং আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুকুর খননে ব্যবহৃত এক্সেভেটর জব্দের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী কৃষকরা জানান, বৃহৎ জমির মালিকরা বিভিন্ন স্থানে পুকুর খনন করায় আশপাশের কৃষি জমি জলাবদ্ধ হয়ে পড়ছে। এর ফলে দরিদ্র কৃষকদের জমি চাষাবাদের অযোগ্য হয়ে দীর্ঘদিন অনাবাদি থাকছে।
নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের কৃষক আবেদ আলী জানান, বাঁশবাড়ীয়া ও গোয়াল মৌজার মধ্যবর্তী এলাকায় প্রায় ৬০ বিঘা আয়তনের একটি পুকুর খনন করা হচ্ছে। এতে শাস্তান ও সোলাপাড়া এলাকার বিস্তীর্ণ কৃষি জমি জলাবদ্ধতার ঝুঁকিতে পড়তে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জানান, আইন লঙ্ঘন করে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে জরিমানা করা হয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho