প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:১৬ এ.এম
মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা-পুত্র

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৬ মৌলভীবাজার-৪(কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসন ২৩৮ এ বিএনপি'র মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে তাঁর ছেলে মুঈদ আশিদ চিশতী সোমবার (২৯শে ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজস্ব মনোনয়নপত্র দাখিল করেন।
বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মুঈদ আশিদ চিশতী। ইউএনও আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এই আসনে মোট ভোটের মাঠে লড়তে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ১৩ জন প্রার্থী। এ তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
এর আগে গতকাল রোববার (২৮শে ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জের ইউএনও কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মুজিবুর রহমান চৌধুরী।
জানা গেছে, কোনো কারণে মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হলে বিকল্প হিসেবে তাঁর ছেলে মুঈদ আশিদ চিশতী প্রার্থী হবেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচনের মাঠে লড়ে যাবার প্রত্যেয়ে পিতা পুত্রের একই আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho