প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:১২ এ.এম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ যশোর

যশোর অফিস
বিএনপি চেয়ারপার্সন,দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে যশোরবাসী। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও শোকের মাতম শুরু হয়।
এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কার্যালয়ে কোরআন খতম শুরু হয়েছে এবং শোক বই খোলা হয়েছে,যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বাক্ষর করছেন।
শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ। দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম কালো ব্যাচ ধারণ করে শোক প্রকাশ করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় অধ্যাপক নার্গিস বেগম অশ্রুসজল চোখে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আপোষহীন সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি। তার জীবন ও সংগ্রাম চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে শোকাহত যশোরবাসী নিজ নিজ অবস্থান থেকে দেশমাতার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রেখেছেন।
এছাড়া জেলার আটটি উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠন থেকে বিভিন্ন নেতাকর্মীরা বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho