প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ২:০৫ পি.এম
বাঙ্গালহালীয়তে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

মিন্টু কান্তি নাথ, রাজস্থলীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী রাজস্থলী উপজেলা ওলামা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩১ ডিসেম্বর) সকলে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন, রাজস্থলী উপজেলা ওলামা দলের সভাপতি কাজী মাওলানা আব্দুল হক ও সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা এ সময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল,রাজস্থলী উপজেলা বিএনপি সদস্য মোঃ আলাউদ্দিন মাঝি,,রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম,রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, মাওলানা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শাহেদ,মোহাম্মদ ইয়াকুব ,মোহাম্মদ ইদ্রিস, মোঃ মহিউদ্দিন ও আজকের রাঙ্গুনিয়া নিউজের সম্পাদক মোঃ ইদ্রিস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকালে মরহুম নেত্রীর রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রগতির জন্য বিশেষ দোয়া করেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রনায়কত্ব, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংগ্রামের ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এদিকে গতকাল থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে রাজস্থলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন পাড়া মহল্লা ও ওয়ার্ডে সকাল থেকে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাস্তাঘাট ও চা দোকান এবং হোটেল রেস্তোরাঁয় বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ হচ্ছে।
প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ছয়টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। আজ জানাজা নামাজ শেষে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho