প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৬:৪৮ পি.এম
নেই বাড়ি-গাড়ি হাতে ৩ লক্ষ টাকা হলফনামায় সারজিস আলম

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২৯ ডিসেম্বর রবিবার। এদিন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পঞ্চগড় ১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। অর্জনকালে ওই কৃষি জমির আর্থিক মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ৫ লাখ টাকা হলফনামায় উল্লেখ করা হয়।ব্যবসা থেকে ৯ লক্ষ টাকা বার্ষীক আয় এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) উল্লেখ করেছেন।
হলফনামায় আরো উল্লেখ করেছেন সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্যও ৭৫ হাজার টাকা।তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। এ ছাড়া হলফনামা অনুযায়ী, তার মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই।২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী, তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন ৫২ হাজার ৫০০ টাকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho