প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৭:০০ পি.এম
সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি ও স্বতন্ত্রসহ সাত প্রার্থীর মনোনয়ন দাখিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র ও অন্যান্য দলের মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম মনোনয়নপত্র জমা দেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু।
গোলাম মওলা খান বাবলু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মতে, স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় তথ্য ও মতামত সংগ্রহ ছাড়াই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনী এলাকার সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার প্রেক্ষিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এ অবস্থানে তিনি অনড় রয়েছেন।
এই দুই প্রার্থীর বাইরে আসনটিতে আরও পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে, বিএনপি ত্যাগ করে এনসিপিতে যোগ দিয়ে মনোনয়ন পাওয়া মেজর (অব.) মনজুর কাদের মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা দাখিল করেননি। তিনি জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে অবস্থান নিয়েছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ-৫ আসনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho