প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১২:২২ পি.এম
রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষের ছোড়া গুলিতে সিফাত (১২) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার বিনোদপুরের কলেজপাড়া এলাকার ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিফাত ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, সিফাতের বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটে বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলে সিফাত উৎসুক হয়ে সেটা দেখতে বাড়ির বাইরে বের হয়। এসময় সে গুলিবিদ্ধ হয়। পরে সিফাতের মা আশপাশের মানুষের সহায়তায় শিশুটিতে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল আজম শিশুটিকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করেন এবং দ্রুত সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব দে সরকারকে ডেকে আনেন। এই ২ জন চিকিৎসকের দীর্ঘক্ষণের চেষ্টায় শিশুটির জ্ঞান ফেরে।
তিনি আরও জানান, শিশুটির শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে শিশুটিকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সার্জারি করে ভেতরে থাকা গুলি বের করার পর শিশুটি শঙ্কামুক্ত হবে।
শিশু সিফাতের মা বলেন, বালু মহল নিয়ে সংঘর্ষের জের ধরে বাসার আশে পাশে ভাঙচুর ও গুলি বিনিময়ের এক পর্যায়ে আমার বাচ্চার পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে আমার বাচ্চাকে আমি ফিরে পেতাম না।
সিফাতের বাবা শফিকুল ইসলাম বলেন, দুপক্ষের সংঘর্ষের আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। রাতে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষে সময় শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। রাতেই আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। আমাদের অভিযান অব্যহত রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho