প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১২:৩১ পি.এম
সিরাজগঞ্জ-৪ আসনে প্রার্থীদের হলফনামা: সম্পদ, আয়-ব্যয় ও মামলার তথ্য প্রকাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণে তাদের সম্পদ, আয়-ব্যয় এবং মামলার বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। নির্বাচনে অংশ নেওয়া বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম আকবর আলী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনের হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, বিএনপি প্রার্থী এম আকবর আলী তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ২১০ টাকা। তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৭৬৩ টাকা, যা তার নিজের ঘোষিত সম্পদের তুলনায় ১ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ৫৫৩ টাকা বেশি।
হলফনামায় এম আকবর আলী শেয়ার থেকে লভ্যাংশ, বাড়িভাড়া ও ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) থেকে বাৎসরিক আয় হিসেবে ৮৮ লাখ ২৩ হাজার ২২২ টাকা উল্লেখ করেছেন। তার বার্ষিক ব্যয় দেখানো হয়েছে ৫১ লাখ ১০ হাজার ৪ টাকা। নগদ অর্থ হিসেবে তার হাতে রয়েছে ১ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১৬২ টাকা এবং তার স্ত্রীর নগদ অর্থের পরিমাণ ৭৭ লাখ ৪০ হাজার ৬৯ টাকা। এছাড়া তার স্ত্রীর নামে ৩০০ ভরি স্বর্ণের মূল্য ২২ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা দেখানো হয়েছে।
হলফনামার তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, বিগত দুই মেয়াদে সংসদ সদস্য থাকাকালে এম আকবর আলী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির হিসাব দিয়েছেন। সেখানে শিক্ষাখাতে ৮৫ শতাংশ, যোগাযোগ খাতে ৭৫ শতাংশ এবং সামাজিক উন্নয়নে ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। একই সঙ্গে তার নামে অতীতে ১৩টি রাজনৈতিক মামলা থাকার বিষয়টি হলফনামায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন তার হলফনামায় মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ১ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮২৩ টাকা। তার স্ত্রীর সম্পদের মূল্য দেখানো হয়েছে ২৫ লাখ ২৮ হাজার ৪৪৩ টাকা। হলফনামা অনুযায়ী, তার নিজের ২ তোলা স্বর্ণের মূল্য ২০ হাজার টাকা এবং তার স্ত্রীর ৩ ভরি স্বর্ণের মূল্যও ২০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
মাওলানা রফিকুল ইসলাম খাঁন ব্যবসা ও বাড়িভাড়া থেকে বাৎসরিক আয় হিসেবে ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা দেখিয়েছেন। তার বার্ষিক ব্যয় উল্লেখ করা হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৫৫৫ টাকা। নগদ অর্থ হিসেবে তার হাতে রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৮১৫ টাকা। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা মিরপুর পল্লবী শাখায় তার নামে জমা রয়েছে ৩৬ লাখ ৩০ হাজার ২৬৪ টাকা। তার স্ত্রীর নামে একই ব্যাংকের মিরপুর শাখায় জমা রয়েছে ৫৭ হাজার ২৮১ টাকা।
মামলার তথ্যের ক্ষেত্রে হলফনামায় উল্লেখ করা হয়েছে, মাওলানা রফিকুল ইসলাম খাঁনের নামে অতীতে ৯৩টি রাজনৈতিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho