
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটির বাংলাদেশ চ্যান্সারি ভবনে সশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ হাইকমিশনারসহ ইতোমধ্যে তিনটি দেশের কূটনীতিকরা শোক বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। শোক বইয়ে স্বাক্ষর করা দেশগুলোর কূটনীতিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো, ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যম, শ্রীলঙ্কান হাইকমিশনার মোহাম্মদ রিজভী হাসান।
বাংলাদেশ হাইকমিশন সময় সংবাদকে জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর চ্যান্সারি ভবনে এ শোক বই খোলার পর থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা হাইকমিশনে এসে তাদের শোকবার্তা লিপিবদ্ধ করেন। শোক বইতে স্বাক্ষরের সময় কূটনীতিকরা নিজ নিজ দেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্মরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho