প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৯:৫৪ পি.এম
কবি জয়নব সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পদক প্রদান

যশোর অফিস
কবি জয়নব সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি জয়নব সাত্তার একাডেমির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) এক আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও অধ্যক্ষ পাভেল চৌধুরী। কবিপুত্র ও ঔপন্যাসিক এম এন এস তুর্কীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কবি ড. শাহনাজ পারভীন, কবি ও গবেষক ড. সন্দীপক মল্লিক, কবি ড. সবুজ শামীম আহসান, কবি মফিজুর রহমান রুন্নু এবং কবি ও গবেষক মুহম্মদ শফী।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন ব্যঞ্জন থিয়েটারের সভাপতি পিন্টু জামান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না এবং সংগঠনের সাবেক সভাপতি এডিএম রতন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যিকরা কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের জন্য কবি ও গবেষক ড. সন্দীপক মল্লিক, গবেষক মুহম্মদ শফী এবং গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নুকে পদক প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানজুড়ে আগত কবি, সাহিত্যিক ও শিক্ষানুরাগীরা কবি জয়নব সাত্তারের সাহিত্যকর্ম ও জীবনচর্চার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho