প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৪:২২ পি.এম
খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আধুনিক হলরুমে (৩য় তলা) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সমাজকল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম মিলন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান, কার্যকরী সদস্য নুরুল ইসলাম বাবু ও শফিক মোহাম্মদ রুমন, সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলাম এবং কালবেলার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাসসহ অন্যান্য সদস্যরা।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও রাষ্ট্রীয় ভূমিকাসংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব রেখেছে।
শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তিনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নানা রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho