প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৪:৩৫ পি.এম
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশি প্রতিভা আবদুল্লা আল মাছুম

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
অস্ট্রেলিয়ার ফ্যাশন জগতে সুনাম অর্জন করেছেন বাংলাদেশের তরুণ ফ্যাশন ডিজাইনার আবদুল্লা আল মাছুম। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় পত্রিকা CBD News ফ্যাশন ম্যাগাজিনে প্রশংসিত হয়ে আলোচনায় এসেছেন, যা বাংলাদেশের ফ্যাশন শিল্পের জন্য একটি গর্বের অর্জন।
মেলবোর্নভিত্তিক ফ্যাশন হাউস ইভান্স লেদার (Evans Leather) বর্তমানে স্থানীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক গ্রাহকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর প্রতিষ্ঠানটির একটি বিশেষ ডিজাইন বিশ্বখ্যাত ভোগ (Vogue) ফ্যাশন ম্যাগাজিনে স্থান পায়। উক্ত ডিজাইনটির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের তরুণ ডিজাইনার আবদুল্লা আল মাছুম, যা তাঁর পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়াও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা ও অভিনেত্রী লেডি গাগার জন্য একটি জ্যাকেট ডিজাইন ও তৈরি করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই সাফল্য তাঁকে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও সুপরিচিত করে তুলেছে।
আবদুল্লা আল মাছুমের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পণ্ডিতের বানা গ্রামে হলেও তাঁর বেড়ে ওঠা চট্টগ্রামের সাগরিকা এলাকায়। তিনি চট্টগ্রামের কাস্টমস ল্যাবরেটরি স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম থেকে কলেজ শিক্ষা সম্পন্ন করেন।
উচ্চশিক্ষায় তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম থেকে বি.এসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। এরপর ইনস্টিটিউট অফ অ্যাপারেল ম্যানেজমেন্ট, চট্টগ্রাম থেকে মাস্টার্স ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং সম্পন্ন করেন। ফ্যাশন ডিজাইন, লেদার কারুশিল্প এবং অ্যাপারেল সেক্টরে পেশাগত দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল কাজে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে।
ব্যক্তি জীবনে তিনি এস এম খায়রুল ইসলাম ও রহিমা আক্তারের দ্বিতীয় সন্তান। তাঁর বড় বোন মায়মুনা আক্তার কানাডার নাগরিক এবং ছোট বোন মোর্শেদা আক্তার মিম বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ে অধ্যয়নরত।
আন্তর্জাতিক পরিসরে আবদুল্লা আল মাছুমের এই সাফল্য নতুন প্রজন্মের ফ্যাশন ডিজাইনারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho