
মাগুরার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র টিটো মন্ডলকে (২০) খুন করেছে দুর্বৃত্তরা এবং এ সময় আরও চারজনকে জখম করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গজদুর্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের বলাই নাঘোসা গ্রামের লিটন মুসলির ছেলে সিফাত বিন ফাহিমকে আটক করেছে পুলিশ।
ছুরিকাঘাতে আহত গজদুর্বা গ্রামের লাবিব, ডলার ও মাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহত শাকিলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ফাহিমসহ বেশ কয়েকজন যুবক গজদুর্বা গ্রামের নদীর পাড়ে কুঁড়েঘরে মাদক সেবন করছিল। এটা ওই গ্রামের টোকন মন্ডলের ছেলে টিটো জানতে পেরে গ্রামের অন্যদের জানায়। সেখানে উপস্থিত হয়ে কয়েকজন মাদকসেবীদের বাধা দেয়। এ সময় মাদক সেবনকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে টিটো ও চারজন গুরুতর জখম হয়। মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী টিটোর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আসামি করে শালিখা থানায় মামলা হয়েছে। জড়িত মূল আসামি সিফাত বিন ফাহিমকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho