প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৮:০৩ পি.এম
কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব

কুবি প্রতিনিধি: শাহাবুদ্দীন শিহাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রযুক্তিনির্ভর সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ই-স্পোর্টস ক্লাব।
বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টাদের অনুমোদনক্রমে প্রাথমিকভাবে তিন মাসের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মাইনুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরাব হোসেন।
এ বিষয়ে আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম বলেন, 'ই-স্পোর্টস এখন আর শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সম্ভাবনাময় ও বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম। বাংলাদেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ক্লাবের কার্যক্রম বহুদিন ধরেই চলমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, দক্ষতাভিত্তিক ও সংগঠিত ই-স্পোর্টস পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, টিমওয়ার্ক এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবে।'
সদস্য সচিব মেহরাব হোসেন বলেন, 'ই-স্পোর্টসের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি বড় সুযোগ রয়েছে। পরিকল্পিতভাবে কাজ করলে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পারবে। খুব শীঘ্রই এই ক্লাব কুবির শিক্ষার্থীদের জন্য নতুন ও ইতিবাচক কিছু কার্যক্রম নিয়ে আসবে বলে আমরা আশাবাদী।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho