প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৮:৩৬ পি.এম
বালিয়াকান্দিতে মিথ্যা মামলা, হয়রানি, বাড়ীঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিথ্যা মামলা, হয়রানি, বাড়ীঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
গতকাল শনিবার ৩রা জানুয়ারী সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামে ভুক্তভোগী জাহিদুল ইসলাম এর বাড়ীর উঠানে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই মামলার স্বাক্ষী হওয়ার সুবাদে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আমি এলাকার সাধারণ একজন মানুষ হওয়ায় মামলায় সুবিধা করতে পারবে না ভেবে গত ১১ ডিসেম্বর ভোর রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে আমার বাড়ীতে হামলা চালিয়ে ঘরের সকল প্রকার আসবাবপত্র ভাংচুরসহ ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, পেঁয়াজ, ধানসহ জমির কাগজপত্র লুট করে নিয়ে যায়। আমার বসতবাড়ীতে হামলা ভাঙচুরে আনুমানিক ২৮ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয় ও আমার ঘরে থাকা ৬০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে আমি বালিয়াকান্দি থানায় দোপপাড়া পদমদীর মোঃ ওয়াজেদ আলী, গোবিন্দপুর গ্রামের রজব আলী মন্ডল (৪৮), সৌরভ মন্ডল (২২), রাশেদ মন্ডল (৩২), কবির শেখ (৩৫) সহ ২৫ জনের নাম উল্লেখ ও অরো অজ্ঞাত ২০/৩০ জনের নামে মামলা দায়ের করেছি। এঘটনায়ন থানা পুলিশ জানায়পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho