প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৮:৪২ পি.এম
নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় সমাজসেবা-২০২৬ পালিত

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে- নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬। শনিবার (৩ জানুয়ারি) ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইলের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক এবং সমাজসেবার উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুল ইসলাম আকন্দের সঞ্চালনায়: অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। তিনি বলেন- সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সমাজসেবাকে আরও গতিশীল করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক আলম ফরাজী। তিনি সমাজের সার্বিক উন্নয়নে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন- রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগে সমাজসেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত থেকে সমাজসেবার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho