প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৮:৪৭ পি.এম
রাজবাড়ীতে ২টি সংসদীয় আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫

মেহেদী হাসান, রাজবাড়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। এদের মধ্যে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় রাজবাড়ী-১ আসন ও দুপুর ১২টায় রাজবাড়ী-২ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার এ ঘোষণা দেন।
রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাকের পার্টি থেকে মোহাম্মদ আলী বিশ্বাস, জাতীয় পার্টি (জিএম কাদেরের অংশ) থেকে খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম। এই ৪জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলে ১২ জন প্রার্থী। এর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. শফিউল আজম খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ, এনসিপির প্রার্থী জামিল হিজাজী, খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম, স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু।
রাজবাড়ী-২ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহা. আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ কুতুবউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদুল ইসলাম।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, যাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। যে প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান তারা ২০ জানুয়ারির মধ্যে করতে পারবেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি প্রতিক বরাদ্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho