প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৯:০৬ পি.এম
যশোরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার
![]()
যশোর প্রতিনিধি
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূল চোরসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান,গত বছরের ৫ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে যশোর সদরের চাঁচড়া চেকপোস্ট এলাকার হাজী ইয়াকুব আলী মার্কেটের পার্কিং স্থান থেকে চঞ্চল হোসেনের ইয়ামাহা এফজেড এ ভার্সন-থ্রি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলে
মামলাটি তদন্তকালে জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ আবু হাসান ও এএসআই লাভলু হোসেনের নেতৃত্বে একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। প্রথমে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা এলাকা থেকে কুদরত মোল্লা (৩২) নামে এক চোরচক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে খুলনা জেলার রূপসা থানা এলাকা থেকে মূল চোর অহিদুল শেখ (৩৫) ও তার সহযোগী লিটন শেখ ওরফে মনিরুজ্জামান শেখ (৪৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাই সুজুকী জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, যশোর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি তারা বিক্রি করে দেয়। পরে তাদের সহযোগিতায় গত ২ জানুয়ারি ২০২৬ গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর মধুমতি টোল প্লাজা এলাকা থেকে লিটন মিয়া (২৮) ও মো. প্রান্ত মিয়া (২৪) নামের আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত পাঁচজনই পেশাদার মোটরসাইকেল চোর ও চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মোটরসাইকেল চুরি, মাদক ও চোরাই মাল কেনাবেচার মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি সুজুকী জিক্সার মডেলের, রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল ৫০-১০৮৬।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho