প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ১২:৫৮ পি.এম
সিরাজগঞ্জ-৪ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ, দুইজনের বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির এমপি পদপ্রার্থী এম আকবর আলী, জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামাণিক।
অপরদিকে, ভোটার তথ্যের গরমিলের কারণে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনয়নপত্রও যাচাইয়ে বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফল সংশ্লিষ্ট নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ।
মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে নির্বাচনী প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। পরবর্তী ধাপে প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মাধ্যমে এ আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের তালিকা নির্ধারিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho