প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ১:০১ পি.এম
যশোরে জুলাই যোদ্ধা এনামকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি
যশোরে জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীকে হত্যাচেষ্টা চালানো হয়েছে। আজ রোববার সকালে সদরের এনায়েতপুরে মারপিটের পর ছুরিকাঘাতে জখম করা হয় তাকে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এনাম সিদ্দিকী এনায়েতপুরের মৃত খন্দকার আমিনুল্লাহ'র ছেলে। ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের সময় উত্তরায় পুলিশ তাকে মাথায় গুলি করলে গুরুতর আহত হন।
এনামের স্বজনরা জানান, এনাম সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে হাটাহাটি করছিলেন। এসময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মুখ বাধা অবস্থায় প্রথমে এনামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এরপর তার বুকে তিনবার ছুরিকাঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এনামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্বজনদের দাবি হত্যার উদ্দেশ্যেই এনামের ওপর হামলা চালানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিচিত্র মল্লিক জানান,এনামের বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে
এদিকে হামলার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ নেতৃবৃন্দ।
যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বলেন,আসন্ন নির্বাচন বানচাল করতেই জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মদ জানান, হামলার খবর তারা শুনেছেন। এ ঘটনায় কারা জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho