প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৮:৪৪ পি.এম
শরণখোলায় খালে ডুবে শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামে খালে পড়ে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশুটিকে বাড়ির সামনের খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে নিখোঁজ হয় শিশুটি। এর পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজের প্রায় দেড় ঘন্টা পর বাড়ির সামনের খালে ভা।সমান অবস্থায় পাওয়া যায় তাকে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসনুভা আলম বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা যায়। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় তার পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদকের শিশু সন্তানের অকাল মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho