
যশোর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গুলি করে এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার বিকেল পৌনে চারটার দিকে মহেশপুর গাড়াপোতা ও ভাষণপোতা গ্রামের মাঝামাঝি একটি ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মতিয়ার রহমান মন্ডল (৫৬)। তিনি আজিজুর রহমানের ছেলে এবং উপজেলার বাগাডাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপির সমর্থক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মতিয়ার রহমান মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ফাঁকা মাঠ এলাকায় পৌঁছালে বাগাডাঙ্গা গ্রামের আকালি (৩৬) ও ইব্রাহিম (৩০) নামে দুই ব্যক্তি পেছন দিক থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho