
রাশিয়া থেকে তেল আমদানি করায় বেশ কিছুদিন থেকে ভারতকে হুমকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতকে নতুন হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, রাশিয়ার তেল আমদানির বিষয়ে তাকে খুশি রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।
ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলার পর তেলের বিষয়টিকে আবারও ভূ-রাজনীতির সামনে এনেছে। ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ রয়েছে- যার মোট পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেলেরও বেশি। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রমাণিত মজুদ।
সম্প্রতি ট্রাম্প এবং মোদির মধ্যে টেলিফোনে কথোপকথন হয়েছে। উভয় নেতা চলমান শুল্ক-সম্পর্কিত উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। মোদীর সাথে কথোপকথনের মাত্র কয়েক দিন আগে ট্রাম্প ভারতীয় চাল আমদানিতে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। হোয়াইট হাউসের একটি গোলটেবিলে একজন মার্কিন কৃষক প্রতিনিধির অভিযোগ উত্থাপনের পর এই সতর্কবার্তা জারি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho