
কখনও কখনও কল্পকাহিনী বাস্তবকেও হার মানায়। ঠিক তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’কে কেন্দ্র করে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত এই সিরিজের দ্বিতীয় সিজনের একটি দৃশ্য আজ নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। খবর পিপলের। সিরিজে জন ক্রাসিনস্কির অভিনীত প্রধান চরিত্র জ্যাক রায়ান একদল সিআইএ কর্মকর্তার কাছে প্রশ্ন করেছিলেন, বৈশ্বিক পরিস্থিতির জন্য সবচেয়ে বড় হুমকি কোনটি?
একজন কর্মকর্তা উত্তর দেন, নিশ্চিতভাবেই রাশিয়া। জ্যাক রায়ান পুনরায় প্রশ্ন করেন, আর কে? উত্তরে চীনের কথাও আসে। এরপর জ্যাক রায়ান বলেন, ভেনেজুয়েলাকে নিয়ে কেউ ভেবেছে কি? ভেনেজুয়েলায় এত তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকলেও এটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।
এই কাল্পনিক বার্তা আজ বাস্তবে মিলেছে বলে নেটিজেনরা বিস্মিত। কারণ, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। ট্রাম্পের এই পদক্ষেপের পর ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে’ এমন মন্তব্যের সঙ্গে সিরিজের ঘটনার মিল অনেকেই অবাক হয়ে দেখছেন।
সিরিজের সহ-নির্মাতা কার্লটন কিউস জানান, আমাদের লক্ষ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, কোনো ভবিষ্যদ্বাণী করা নয়। তবে বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় ফিকশনকেও হার মানায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho